আপনারা আমেরিকান দুর্দান্ত প্রত্যাবর্তনটি দেখতে শুরু করেছেন : মিশিগানের জনসভায় ইভাঙ্কা ট্রাম্প


গত সাড়ে তিন বছরে দেশে যে যুগান্তকারী কাজ হয়েছে এতে অর্থনীতির ভিত্তি আরো মজবুত হয়েছে, আপনারা করোনা মহামারী থেকে আমেরিকান দুর্দান্ত প্রত্যাবর্তনটি দেখতে শুরু করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন নীতিমালা আমেরিকার ছোট ছোট ব্যবসা প্রতিষ্টান ও আমেরিকান ওয়ার্কারদের অনেক উপকার করেছে, করোনা মহামারী থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করেছেন তিনি।

 কথাগুলো বলছিলেন ইভাঙ্কা ট্রাম্প, যিনি হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা ও প্রেসিডেন্ট ট্রাম্পের জ্যেষ্ঠ কন্যা।  তিনি গত ১৯ অক্টোবর সোমবার মিশিগানের গ্রান্ড রেপিডের শহরতলীতে এক জনসভায় ভাষণে এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সেপ্টেম্বরে ৬ লাখ ৬০ হাজার জব যুক্ত হয়েছে, সাম্প্রতিক সময়ে অনেকেই কাজে ফিরে এসেছেন।  ইভাঙ্কা তার বাবার নির্বাচনী প্রচারে প্রতিপক্ষ জো বাইডেনের কোন কড়া সমালোচনা না করলেও তিনি বলেছেন, জো বাইডেনের নীতিগুলি আমেরিকার অর্থনীতির ক্ষতি করবে।

তিনি বলেন ট্রাম্প প্রশাসন আশা করছে ২০২০ সালের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ করতে সক্ষম হবে। তিনি বলেন,কিভাবে বাঁচতে হবে আমাদের জানতে হবে, নিরাপদে থাকতে হবে, দায়িত্বশীল হতে হবে, প্রতিবেশীকে ভালবাসতে হবে, একে অপরকে রক্ষা করতে হবে।বিশেষ করে আমাদের মধ্যে যারা দুর্বল।

এদিকে মিশিগানে ইতিমধ্যে নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, কমলা হ্যারিস, ট্রাম্প জুনিয়র ও বার্নি স্যান্ডার্স

রাজ্যে রিপাবলিকান পার্টি তাদের জয় ধরে রাখতে মরিয়া অন্যদিকে ডেমোক্রেটিক পার্টি তাদের হারানো রাজ্য ফিরে পেতে সর্বশক্তি নিয়োগ করেছে। উল্লেখ্য মিশিগান হচ্ছে ডেমোক্রেটিক পার্টির শক্ত ঘাটি,  টানা ২৮ বছর মিশিগানে ডেমোক্রেটিক পার্টি জয়ের ধারা অব্যাহত থাকার পর ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প খুব অল্প ভোটের ব্যবধানে হিলারি ক্লিন্টনকে হারিয়েছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *