আফগানিস্তানের সর্বশেষ প্রদেশ নিয়ন্ত্রনে নিল তালেবান


সোমবার আফগানিস্তানের পর্বতে ঘেরা পানশির প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইসলামপন্থি গোষ্ঠী তালেবান।

তালেবান তিন সপ্তাহ আগে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরও এই একটিমাত্র প্রদেশ তালেবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল।

এখন এই প্রদেশটিও তাদের নিয়ন্ত্রণে এসে গেছে বলে সোমবার দাবি করলেন জাবিহউল্লাহ মুজাহিদ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে তালেবান যোদ্ধাদের পানশিরের গর্ভনর কম্পাউন্ডের গেইটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পানশিরের প্রতিরোধ বাহিনী ন্যাশনাল রেজিট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফএ) নেতা আহমদ মাসুদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আলোচনার মাধ্যমে পানশিরের লড়াই নিষ্পত্তি করতে আফগানিস্তানের ধর্মীয় আলেমদের দেওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলেন তিনি। তালেবানের সঙ্গে কথা বলতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন।

এর আগে তালেবান মুখপাত্র বিলাল কারিমি রোববার জানিয়েছিলেন, তাদের বাহিনীগুলো পানশির প্রদেশের রাজধানী বাজারাকে ঢুকে পড়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *