বিনোদন ডেস্ক :: প্রায় এক দশক পর মুক্তি পেতে যাচ্ছে ‘জম্বিল্যান্ড’ সিনেমার সিক্যুয়াল। ‘জম্বিল্যান্ড : ডাবল ট্যা ‘ নামে এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরই। এরই মধ্যে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ-উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
সেখানে নতুন উৎসাহ নিয়ে সম্প্রতি ছবিটির ফার্স্টলুক ও ট্রেলার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা কলম্বিয়া পিকচার্স।
পরিচালক রুবেন ফ্লেচার ২০০৯ সালে নির্মাণ করেছিলেন ‘জম্বিল্যান্ড’। ১০ বছর পর সে ছবিটির সিকুয়্যাল নির্মাণের কাজে হাত দিলেন তিনি। এরই মাঝে তার পরিচালিত ‘ভেনম’ ছবিটি পেয়েছে ব্যবসায়িক সাফল্য ও দর্শক জনপ্রিয়তা।
প্রথম ছবিটিতে দেখা গিয়েছিলো জম্বিদের মোকাবিলা করছে একদল মানুষ। সেই প্রতিরোধকে বেশ কমেডি সেন্সে ফুটিয়ে তুলেছিলেন পরিচালক। আর তারই ধারাবাহিকতায় ছবিটির সিক্যুয়ালেও থাকছে হাস্যরসের ইঙ্গিত।
ছবিটিতে অভিনয় করবেন উডি হ্যারিসন, জেসে এইজেনবার্গ, এমা স্টোন, আবিগাই ব্রেসিলিন। প্রথম ছবিটিতেও গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে ছিলেন এই চার তারকা।
র্যাট রিসের ক্যারেক্টার উপন্যাসের উপর ভিত্তি করে লেখা এই ছবিটি আগামী ১১ অক্টোবর রুপালি পর্দায় মুক্তি পাবে।