আবারও একদিনে মৃত্যুর রেকর্ড যুক্তরাষ্ট্রে


প্রাণঘাতী করোনাভাইরাসে দিশেহারা মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বাড়ছে মৃতের সংখ্যাও। আক্রান্ত ও মৃতের সংখ্যা ছাড়াচ্ছে রেকর্ড।

শুক্রবার একদিনেই দেশটিতে ২৯ হাজার মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। প্রাণ হারিয়েছে ১০৯৪ জন। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যমতে যা দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের সংখ্যা।

অবশ্য ওয়ার্ল্ডওমিটার্সের তথ্যানুসারে, গেল ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১৩২০। আর আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৮৮।

এর আগে গেল বুধবার দেশটিতে সর্বোচ্চ ১০৪১ জন মারা গিয়েছিল। সেটাকে পেছনে ফেলে গেল শুক্রবার সেখানে মৃত্যুবরণ করেছে ১০৯৮ লোক। মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৭৭ জন ছাড়িয়েছে। স্বপ্নের দেশ, বহুল কাঙ্ক্ষিত যুক্তরাষ্ট্র ধীরে ধীরে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৪৭৬।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *