বিনোদন ডেস্ক :: এই বছরের শুরুতেই ‘দ্বিতীয় কৈশোর’ নামে একটি ওয়েব সিরিজে প্রথমবারের মতো একসাথে অভিনয় করেছেন সময়ের অত্যন্ত জনপ্রিয় দুই তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো। তাদের ভক্তদের জন্য খুশির খবর হলো আবারও একসঙ্গে অভিনয় করেছে চলেছেন তারা।
‘বড় ছেলে’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের এবারের ঈদের টেলিছবিতে অভিনয় করবেন তারা। টেলিছবিটিতে থাকছে ‘বড় ছেলে’র আলোচিত জুটি অপূর্ব-মেহজাবিন। এতে একটি অতিথি চরিত্রে অভিনয় অভিনয় করবেন আফরান নিশো। আরিয়ানের এবারেরর তারকা বহুল টেলিছবিটির নাম ‘বাইশে এপ্রিল’।
অপূর্ব, মেহজাবিন ও নিশো ছাড়াও এতে অভিনয় করছেন ইরেশ যাকের, মাসুমা রহমান নাবিলা, তানজিন তিশা, মনোজ প্রামাণিক। আরও অভিনয় করছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম,শহিদুল আলম সাচ্চু, রাশেদা চৌধুরী, দীপা খন্দকার প্রমুখ।
এ প্রসঙ্গে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘বাবা- মেয়ের গল্প, একজন অভিমানীর সহজ সরল ভালোবাসার গল্প, মা-ছেলের গল্প, একজন ডিভোর্সি নারীর সংগ্রামের গল্প, আরো একটি মিষ্টি প্রেমের গল্প এবং একজন দেশপ্রেমিকের গল্প। অনেকগুলো গল্প মিলিত হয়েছে একই গল্পে। একই স্থানে, একই দিনে। সেই দিনটিই হলো বাইশে এপ্রিল।’
নির্মাতা জানান, আজ ১১ মে থেকে শুরু হয়েছে টেলিছবিটির শুটিং। চলবে টানা ৫দিন। বঙ্গ প্রযোজিত টেলিছবিটি আসছে ঈদুল ফিতরে এনটিভিতে প্রচারিত হবে।