আন্তজাতিক ডেস্ক :: আবারও পাক ড্রোন ধ্বংসের দাবি করেছে ভারত। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ হামলার ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এর আগেও বেশ কয়েক বার পাক ড্রোন ধ্বংস করা হয়েছে।
আকাশসীমা লঙ্ঘন করে ওই ড্রোনগুলো ভারতে প্রবেশের চেষ্টা করেছিল। তার আগেই এগুলো ভূপাতিত করা হয়।
শুক্রবার পাকিস্তানের একটি ড্রোন রাজস্থানে প্রবেশ করে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় রাজস্থানের শ্রীগঙ্গানগরে প্রবেশ করে পাক ড্রোনটি।
এটি সাতরানা এবং জগদেব সীমান্তের ঘাঁটির কাছাকাছি চলে এলে রাডারে তা ধরা পড়ে। পরে গুলি করে ড্রোনটি ভূপাতিত করা হয়।
গত ২৬ ফেব্রুয়ারির পর থেকে ভারতে বেশ কয়েকবার পাক ড্রোন ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। কখনও রাজস্থান, কখনও গুজরাট। যতবারই পাক ড্রোন ভারতে প্রবেশের চেষ্টা করেছে ততবারই ভারতীয় সেনারা সেগুলোকে ধ্বংস করেছে।