জাঁকমজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কুয়েত শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি দিদারুল আলম দিদারের সভাপতিত্বে কুয়েত সিটির রাজধানী হোটেলে সম্প্রতি এই সভা আয়োজিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেক হোসেন, বিশেষ অতিথি ছিলেন কুয়েতি নাগরিক ছায়লে আল জেইদী ও আবু আব্বাস, কুয়েত কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সভাপতি বিমল ক্রান্তি রায়, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম বাবুল।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম জাহাঙ্গীর, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।
এ সময় বক্তব্য দেন, সহ-সভাপতি আমরা মুক্তিযোদ্ধার সন্তান ওসমান গনী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সন্পাদক দিদারুল ইসলাম, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সন্পাদক কাজী চানাউল্যা মিলন, কুয়েত কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোহাইমিন খান।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনের সহধর্মিণীর সুস্থতা কামনায় ও গোটা মুসলিম উম্মতের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. সিরাজুল হক।