“আমি এইমাত্র আমার গার্লফ্রেন্ডকে হত্যা করেছি” মিশিগানে এক ব্যক্তির ৯১১ এ ফোন


“আমি এইমাত্র আমার গার্লফ্রেন্ডকে হত্যা করেছি”  গত ৩ সেপ্টেম্বর বিকাল প্রায় ৬ টার দিকে এমন একটি ফোন কল পান পুলিশ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের অকল্যান্ড কাউন্টির অপারেশান সেন্টারে কলটি আসে। অপর প্রান্ত থেকে বলা হয় “আমি এইমাত্র আমার গার্লফ্রেন্ডকে হত্যা করেছি”।

একথা বলেই সেই ব্যক্তি ফোনটি কেটে দেন।  ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং বাড়ীর সামনের ড্রাইভওয়েতে দাড়িয়ে থাকা ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে দেখতে পায়, এবং তিনি তখনো বলছিলেন, “আমি তাকে গুলি করেছি, আমি তাকে হত্যা করেছি।” বাসভবনের প্রবেশের পর পুলিশের ডেপুটিরা দেখতে পান ৬০ বছর বয়সি এক মহিলা মেঝেতে পড়ে রয়েছেন।  যাকে ঐ সন্দেহযুক্তের বান্ধবী বলে অনুমান করা হয়।  তার শরীরে একাধিক বন্দুকের গুলির আঘাতের চিহ্ন রয়েছে।

মহিলা জীবিত নেই বলে অনুমান করা হয়।  পরে পন্টিয়াক শহরের ম্যাকলারেন হাসপাতালের একজন ইআর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঐ ব্যক্তিকে গ্রেফতার করে অকল্যান্ড কাউন্টি কারাগারে পাঠিয়েছে।

পুলিশ বাড়ীর বেইসম্যন্টের একটি টেবিলে .৩৮০ আধা সয়ংক্রিয় একটি হ্যান্ডগান উদ্ধার করে।  যা এই হত্যাকান্ডে ব্যবহৃত হয়েছে বলে অনুমান করা হয়।

হত্যাকান্ডের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। অকল্যান্ড কাউন্টি শেরিফ বিভাগ সম্ভাব্য হত্যাকান্ডের তদন্ত করছে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *