যুক্তরাষ্ট্রে দ্রুত বাড়ছে বাড়ি ভাড়া 


গত কয়েক শতকের থেকে সাম্প্রতিক কালে যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার খরচ দ্রুত বাড়ছে।

এটাকে অর্থনৈতিক সমস্যার পাশাপাশি সামাজিক সমস্যা হিসেবে অনেকে দেখছেন।

ওরেগন থেকে ফ্লোরিডা রাজ্য পর্যন্ত বসবাসকারীরা বাড়ি ভাড়া বৃদ্ধির ফলে খরচ মেটাতে অনেকটা হিমশিম খাচ্ছে৷ অনেকে আরও সাশ্রয়ী মূল্যের বাড়ির সন্ধানে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।

গত জানুয়ারীতে রিয়েল এস্টেট কোম্পানি রেডফিন যুক্তরাষ্ট্রের ৫০টি বৃহত্তম শহরে বাড়ি ভাড়ার দামের উপর জরিপ করে একটি সমীক্ষা প্রকাশ করেছে।

সমীক্ষায় দেখা যায়, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে গড় মাসিক তালিকাভুক্ত বাড়ি ভাড়া লাফ দিয়ে ১৪শতাংশ বেড়েছে, যা ২০২০ সালে ছিল ৩শতাংশ। সবচেয়ে বেশি ভাড়া বৃদ্ধির শহর হচ্ছে অস্টিন এবং টেক্সাস। একই সাথে সাম্প্রতিক ভাড়া বৃদ্ধি অব্যাহত রয়েছে। তাছাড়া ক্রমবর্ধমান আকাশচুম্বী ভাড়া ব্যবসার উপরেও প্রভাব ফেলছে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *