বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ১৯ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যে ৭টায় আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার আয়োজনে সুলেমান সানোগো’র একটি চমৎকার নৃত্য পরিবেশনা যার নাম ‘নাচ অথবা নৈরাজ্য’ অনুষ্ঠিত হবে।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সুলেমান সানোগো, ‘সোলো’ নামেই যিনি সমধিক পরিচিত, বেড়ে উঠেছেন মালি’র বামাকো শহরের পথে পথে। যার যাপিত জীবন ভরা শুধু নির্মমতা আর দুঃখকষ্টে।
সোলোর ভাষায়- “আমি যখন নাচি, তখন সবকিছু ভুলে যাই। এই সময়েই আমি সবচেয়ে সুখ অনুভব করি। নাচ আমার নিজেকে খুঁজে পাওয়া।” আর তাকে খুঁজে পায় বিশ্বের সবচেয়ে স্বকীয় কোরিয়গ্রাফিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম- বেলজিয়ামের ব্রাসেলস এর পারফর্মিং আর্টস রিসার্চ এ্যান্ড ট্রেইনিং স্টুডিওস (পার্টস), যেখানে তার শিক্ষাগ্রহণের কিয়দংশ – তিনি তিন বছর পৃথিবীর বিখ্যাত কোরিয়োগ্রাফার এবং শিক্ষকদের কাছ থেকে তালিম নিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন অ্যান তেরেসা দ্য কীরশম্যাকার।
জাঁ-লুই সাগো-ডিভারো সোলো’র গল্প শুনে আপ্লুত হন। এই লেখক-নাট্যকার সোলো’র কাহিনীকে একটি বাক্যে সুচীত করেন, “নাচ অথবা নৈরাজ্য”, এবং তাকে একটি নৃত্য পরিবেশনায় অনূদিত করেন।
অনুষ্ঠানে বিনামূল্যে উপভোগ করার জন্য programme@afdhaka.org এ দর্শকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রবেশের জন্য টিকা সনদপত্র সাথে থাকা আবশ্যক।