আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রবিবার , ২৭ ফেব্রুয়রি জো পল সেরমাদিরাসের এবং সুলেমান সানোগো’র ফরাসি ভাষায় একটি চমৎকার নাটক পরিবেশিত হলো যার নাম ‘ইন দি সোলিটিউড অফ কটন ফিল্ডস’।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘ইন দি সোলিটিউড অফ কটন ফিল্ডস’ নাটকটির দুইজন চরিত্রের মধ্যে একজন ক্রেতা এবং আরেকজন বিক্রেতা। লেখকের নির্দেশনা মতে নাটকটির অবস্থান ও সময় উল্লেখ করা হয়নি। দুটি চরিত্রের মধ্যে আদান প্রদানটি তৈরী করা হয়েছে এমনভাবে যাতে বৈশিষ্ট এড়ানো যায় এবং দর্শকরা তাদের আলোচনাটি নিয়ে অবগত না থাকে । যখন বিক্রেতা একটি অফার নিয়ে ক্রেতার সাথে যোগাযোগ করে তখন তারা একে অপরের মুখোমুখি হতে দেখা যায়।
জো -পল সেরমাদিরাস প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ‘ব্লস সালো’ এর আন্তর্জাতিক কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৯৫ সালে, তিনি ‘কোম্পানি দু পাসাজ’ প্রতিষ্ঠা করেন। তিনি বেশ কয়েকবার বিখ্যাত ‘ফেস্টিভাল দা অভিনিও’ এ পারফর্ম করেছেন। মঞ্চে, তিনি মলিয়ের, শেক্সপিয়র এবং চেখভের চল্লিশটিরও বেশি নাটকে পুরো ফ্রান্সের পাশাপাশি মরক্কো এবং ভারত সহ অন্যান্য স্থানে পারফর্ম করেছেন ।
সুলেমান সানোগো, ‘সোলো’ নামেই যিনি সমধিক পরিচিত, বেড়ে উঠেছেন মালি’র বামাকো শহরের পথে পথে। যার যাপিত জীবন ভরা শুধু নির্মমতা আর দুঃখকষ্টে। সোলোর ভাষায়- “আমি যখন নাচি, তখন সবকিছু ভুলে যাই। এই সময়েই আমি সবচেয়ে সুখ অনুভব করি। নাচ আমার নিজেকে খুঁজে পাওয়া।” আর তাকে খুঁজে পায় বিশ্বের সবচেয়ে স্বকীয় কোরিয়গ্রাফিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম- বেলজিয়ামের ব্রাসেলস এর পারফর্মিং আর্টস রিসার্চ এ্যান্ড ট্রেইনিং স্টুডিওস (পার্টস), যেখানে তার শিক্ষাগ্রহণের কিয়দংশ – তিনি তিন বছর পৃথিবীর বিখ্যাত কোরিয়োগ্রাফার এবং শিক্ষকদের কাছ থেকে তালিম নিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন অ্যান তেরেসা দ্য কীরশম্যাকার। সময়কাল: ১ ঘন্টা।