আল ইহসান ইসলামিক সেন্টারের উদ্যোগে দোয়া মাহফিল


আগামী শনিবার, ৬ নভেম্বর বাদ মাগরিব থেকে রাত দশটা পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেনে আল ইহসান ইসলামিক সেন্টারের উদ্যোগে বার্ষিক খানেক্কা দরছে হাদীছ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত মাহফিলে তাওবা ও বাইআত করানো হবে এবং ডিনার পরিবেশন করা হবে। উল্লেখ্য, মাহফিলে মহিলাদের জন্য আলাদা সু-ব্যবস্থা রয়েছে।

মাহফিলে তা’লীম ও তরবিয়ত পেশ করবেন মুর্শিদে বরহক, রাহনুমায়ে তরিকত ও শরীয়ত, উস্তাজুল উলামা আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় সাহেব ক্বিবলাহ ফুলতলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা হুসাম উদ্দীন চৌধুরী ফুলতলী সাহেব, সভাপতি, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এবং মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী সাহেব, সেক্রেটারী, লতিফি হ্যান্ডস বাংলাদেশ। এছাড়া স্থানীয় উলামায়ে কেরাম তাশরিফ আনয়ন করবেন। এই মোবারক মাহফিলে সর্বস্তরের মুসলিমদের আমন্ত্রণ জানান হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *