সিলেটের স্বনামধন্য সংগীতশিল্পী সম্পা চন্দের নতুন ধামাইল গান “কালার প্রেমে “। গানটির গীতিকার রাজেশ চক্রবর্তী ও সুর করেছেন বাউল নুনু গাজী। গানটির মিউজিক করেছেন সিলেটের স্বনামধন্য মিউজিক ডিরেক্টর সুদীপ চক্রবর্তী।ভিডিও পরিচালনা করেছেন সিলেটের স্বনামধন্য পরিচালক নাজিম উদ্দীন । গানটি আগামী ২০ মার্চ স্টুডিও ফোক এন্ড রকের ব্যানারে রাজেশ মিডিয়া (Rajesh media) ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করা হবে।
গীতিকার রাজেশ চক্রবর্তী জানান ধামাইল গান আমাদের সিলেটের ঐতিহ্য। তারই ধারাবাহিকতায় আমার এই ধামাইল গানটিতে গতানুগনিক ধারার বাইরে গিয়ে ভিন্নমাত্রা প্রদানের চেষ্টা করেছি।আশা করি সকল শ্রোতার কাছে গানটি ভাল লাগবে। তাই সবাইকে গানটি শোনার জন্য অনুরোধ করছি। শিল্পী সম্পা চন্দ জানান, ধামাইল গান আমার সবচেয়ে প্রিয়। এই গানটি গতানুগতিক ধারার বাহিরে। তাই আশা করি সকলের ভাল লাগবে। তাই সকল শ্রোতা বন্ধুদের গানটি শোনার জন্য অনুরোধ জানাচ্ছি।