চলমান এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে (রোববার) ইংরেজি ২য় পত্র পরীক্ষায় মোট ১৮২ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন শিক্ষক ও ১৭৬ জন পরীক্ষার্থী। এছাড়া এ দিন সারাদেশে ৬ হাজার ৬০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
রোববার (৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে সাধারণ আট বোর্ডে ইংরেজি (আবশ্যিক) ২ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ঢাকা বোর্ডে ৩২ জন পরীক্ষার্থী ও চারজন শিক্ষক, চট্টগ্রাম বোর্ডে পাঁচজন পরীক্ষার্থী, রাজশাহীতে পাঁচজন, বরিশালে ৩৫ জন, সিলেটে ছয়জন, দিনাজপুরে ৩৮ পরীক্ষার্থী ও দু’জন শিক্ষক, কুমিল্লায় ২৭ জন, ময়মনসিংহে ১৭ জন ও যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো তথ্যে দেখা গেছে, ইংরেজি ২য় পত্র পরীক্ষায় পরীক্ষার্থী অনুপস্থিতির সংখ্যাতেও রেকর্ড হয়েছে। এ দিন ৯টি বোর্ডে মোট ৬ হাজার ৬০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তার মধ্যে ঢাকা বোর্ডে ১ হাজার ৭৪১ জন, চট্টগ্রামে ৫৬২ জন, রাজশাহীতে ৭১৩ জন, বরিশালে ৩৫ জন, সিলেটে ৩৯৯ জন, দিনাজপুরে ৫৬১ জন, কুমিল্লায় ৪১১ জন, ময়মনসিংহে ৫৫৩ জন এবং যশোরে ৬৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার শূন্য দশমিক ৪১ শতাংশ।
গত ৩ ফেব্রুয়ারি (সোমবার) এবারের এসএসসি ও সমমান পরীক্ষা পরীক্ষা শুরু হয়েছে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। এবার এসএসসি পরীক্ষায় সারাদেশে ১০টি বোর্ডের অধীনে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।