ইউনিটি কাপ-২০২২: আবারো চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় নিয়ে এশিয়া ইউনাইটেডের অংশগ্রহণ


যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২৫ মে শুরু হওয়া “ইউনিটি কাপ-২০২২” মেগা ক্রিকেট টুর্নামেন্টে মিশিগানের নিজস্ব দল ‘ক্লারিওন কাউন্টি এশিয়া ইউনাইটেড’ অংশগ্রহণ করছে।

টুর্নামেন্টটি আগামী ৩১ মে পর্যন্ত চলবে।

এই টুর্নামেন্টে ১৩টি দল এবং ২৬০ জনের বেশি খেলোয়াড় অংশগ্রহণ করছে।

এশিয়া ইউনাইটেডসহ অন্যান্য দলের হয়ে খেলছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার, নিউজিল্যান্ডের টম ব্রুস, রুম্মান রইস, আমাদ ভুট্ট, হোসেন তালাত, পাকিস্তানের জিশান আশরাফ, সাব্বির রহমান,  বাংলাদেশের সোহরাওয়ার্দী শুভ এবং আরও অনেক আন্তর্জাতিক খেলোয়াড়।

টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপের পুরস্কার ১০০,০০০ ডলার এবং রানার্স আপ ২০,০০০ ডলার।

উল্লেখ্য, এশিয়া ইউনাইটেডের ব্যবস্থাপনায়  রয়েছেন জুবেল আহমেদ, ফয়সল চৌ., রিফাত করিম, মাহবুবুর রহমান সানী, জুবের হান্না এবং আরও অনেকে।

সর্বশেষ ২০২১ সালের অক্টোবরে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত টুর্নামেন্টটির নাম ছিল ‘নেশনস ক্যাপিটাল টি-টোয়েন্টি’ যখন এশিয়া ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও তারা চ্যাম্পিয়ন হওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে অংশগ্রহণ করেছে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *