ইচ্ছে করে কেউ ম্যাচ হারতে চায় না: কোহলি


বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হারের আগ পর্যন্ত অপরাজেয় দল ছিল ভারত। ইংল্যান্ডের কাছে ৩১ রানে হেরে গিয়ে সেই ধারায় ছেদ পড়লো অবশেষে।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানালেন, কেউ ইচ্ছে করে হারতে চায় না কোনও ম্যাচ। তবে প্রতিপক্ষ ইংল্যান্ডকে কৃতিত্ব দেওয়ার পক্ষে ভারতীয় অধিনায়ক।

শেষ দিকে ভারতীয়দের শ্লথ গতির ব্যাটিং নিয়ে সমালোচনা হয়েছে প্রচুর।

এমন সমালোচনার জবাবে কোহলি ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘দেখুন প্রতিটি দলই কোনও না কোনওভাবে ম্যাচ হেরেছে। আর কেউ ইচ্ছে করে ম্যাচ হারতে চায় না। তবে এটা আপনাকে স্বীকার করতেই হবে প্রতিপক্ষ ভালো খেলেছে।’

হারের পরেও অবশ্য ড্রেসিং রুমের পরিবেশ পাল্টায়নি বলে জানালেন কোহলি, ‘দলের পরিবেশটা আগের মতোই আছে। তবে আমরা পেশাদার ক্রিকেটার হিসেবে বুঝি যে পরিস্থিতিটা ধাক্কা খাওয়ার মতো।’

কোহলি মনে করেন টস হেরে যাওয়াটাই মূল টার্নিং পয়েন্ট ছিল এই ম্যাচে।

এছাড়া ফ্ল্যাট পিচে ছোট বাউন্ডারি নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন তিনি, ‘টসটাই মূল বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আর তখন যদি বাউন্ডারিটা ছোট হয়। আমার মনে হয় এটা ছিল ৫৯ মিটার। ফ্ল্যাট পিচে এমনটা বড়ই অদ্ভূত। তবে আমাদের শেষটা সেভাবে হয়নি।’

কোহলি অবশ্য রান তাড়ায় শ্লথ গতির চেয়ে প্রতিপক্ষকেই কৃতিত্ব দিতে চাইলেন,`আমরা হয়তো আরও কাছে চলে যেতে পারতাম। পান্ত আর পান্ডিয়া যখন ছিল তখন তেমন সম্ভাবনাই দেখতে পাচ্ছিলাম। কিন্তু ইংল্যান্ড মাঠে দুর্দান্ত ছিল।’