ইতালি আওয়ামী লীগের প্রস্তুতি সভা


বাংলাদেশে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আলোচনা সভা করবে ইতালি আওয়ামী লীগ। এ উপলক্ষে রোমের রসই রেস্তোরাঁর একটি হলে সংক্ষিপ্ত প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী। সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু পরিচালনায় বক্তব্য দেন- সহ-সভাপতি সর্দার লুৎফর রহমান, দ্বীন মোহাম্মদ দিনু, জামান মোক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মান্নান মাদবর, সাংগঠনিক সম্পাদক স্বপন হাওলাদার, দপ্তর সম্পাদক জি আর মানিক প্রমুখ।

এ সময় নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে এই ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগের সাথে প্রবাসীরা পাশে আছে এবং থাকবে। একই সঙ্গে শেখ হাসিনার কাছে অনুরোধ প্রবাসী শাখার পদ পদবী ব্যবহার করে কে কোথায় অবৈধ বাণিজ্য করে সে ব্যাপারে খোঁজ নেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।

পাশাপাশি শুদ্ধি অভিযানে প্রবাসী দুর্নীতিগ্রস্ত নেতাদের তালিকা করার অনুরোধ জানাই প্রধানমন্ত্রীর কাছে।