ইতালি আওয়ামী লীগ বসন্তের কোকিলের নয়


ইতালি আওয়ামী লীগ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। দলটি কারও অর্থ আয়ের উৎস হতে পারে না। যেসব ত্যাগী নেতাকর্মীরা দেশটিতে বসবাস করেন একমাত্র তারাই ইতালি আওয়ামী লীগের নেতৃত্ব দেবে। কোনো বসন্তের কোকিলদের স্থান ইতালি আওয়ামী লীগে হবে না।

নবগঠিত ইতালি আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। ১০ জানুয়ারি সন্ধ্যায় রোমের পিয়াচ্ছালে প্রেনেসতিনোর একটি রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভায় ব্ক্তারা এসব বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামান মোক্তার। দেশটির আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মান্নান মাদবর মঞ্জুর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি, বরিশাল কৃতি সন্তান কামরুল আহসান মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ইসাহাক, টাঙ্গাইলের কৃতি সন্তান টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মাসুদুর রহমান সিদ্দিকী।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, স্বপন হাওলাদার, দপ্তর সম্পাদক জি আর মানিক, উপ-দপ্তর সম্পাদক রাজিব রহমান, মহিলা সম্পাদিকা রীনা কবীর, বঙ্গবন্ধু পরিষদ ইতালীর সভাপতি মো. নুরুল কবির, ইতালি আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক বিক্রম পাল, সদস্য মনির হোসেন, রোম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইট প্রমুখ উপস্থি ছিলেন।