ইন্ডাস্ট্রিতে প্রতিদ্বন্দ্বী কে? ভূমি বললেন…


বিনোদন ডেস্ক :: প্রথমে ছিলেন কাস্টিং ডিরেক্টর। কোন চরিত্রে কাকে মানাবে, সেই পরীক্ষা নেওয়াই ছিল তার কাজ। তারপর নিজেই অভিনয় শুরু করলেন। অভিনেত্রী হিসেবে দর্শকদের কাছে প্রশংসিতও হলেন ভূমি পেডনকর।

বলি ইন্ডাস্ট্রিতে অন্য ধারার ছবিতেই বেশি কাজ করেন ভূমি। ‘স্যান্ড কি আঁখ’ তার পরের ছবি। এ ছবিতে তাপসী পান্নুর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। ইন্ডাস্ট্রিতে টিকে থাকা খুব কঠিন, এ কথা মানলেও কারো সঙ্গে প্রতিযোগিতার কথা মানতে রাজি নন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ভূমি বলেন, এখন এত ভাল ভাল কাজ হচ্ছে যে সব ধরনের অভিনেতার জন্য সুযোগ রয়েছে। ফলে প্রতিযোগিতার কোনো জায়গা নেই। আমার তো মনে হয় একে অপরের কাজকে আমরা সাপোর্ট করি।

ভূমি এ কথা বলছেন ঠিকই। তবে ‘দম লাগাকে হাইসা’, ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘সোনচিড়িয়া’র মতো ছবির অভিনেত্রীকে খুব একটা সহজ প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন না বলি মহলের একটা বড় অংশ।