ইন্সটাগ্রামে বন্ধুদের ভোট নিয়ে কিশোরীর আত্মহত্যা


মালয়েশিয়ায় ১৬ বছরের এক কিশোরী আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার আগে সে ইন্সটাগ্রামে একটি জরিপ চালায়। সেখানে লেখা ছিল সে আত্মহত্যা করবে কি না। তার এমন প্রশ্নে ৬৯ শতাংশ মানুষ তাকে আত্মহত্যার পক্ষে মত দেয়। তারপর আত্মহনন করেন ওই কিশোরী।

অভিনব এই পথে আত্মহনন করা কিশোরীর কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি। মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় সারাওয়াক প্রদেশের পুলিশ কিশোরী আত্মহত্যার খবর নিশ্চিত করেছে বলে গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশ ওই কিশোরী সম্পর্কে বলছে, ‘সে ইন্সটাগ্রামে একটি পোল (জরিপ) পোস্ট করে সেখানে দেয়া একটি বার্তায় বলেন এটা তার কাছে খুব গুরত্বপূর্ণ যে সে বাঁচবে নাকি মরে যাবে। আর এর জন্য সে সবার মতামত চাইলে বেশিরভাগ মানুষ তাকে মৃত্যুর পরামর্শ দেয়। অবশেষে সে মারা গেছে।’

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পেনাংয়ের এমপি এবং আইনজীবী রামকারপাল সিং বলছেন, ‘যদি ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা ওই কিশোরীকে আত্মহত্যা না করার পরামর্শ দিত তাহলে তাহলে আজকেও মেয়েটি বেঁচে থাকতো।’

সেই আইনজীবী আরও বলেন, ‘সেসব ব্যক্তি তাকে আত্মহত্যা করতে উদ্বুদ্ধ করেছিল তাদের কারণেই ওই কিশোরী আত্মহনন করার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রভাবিত হয়েছে। আমাদের দেশে আত্মহত্যা করা অপরাধ। তার মানে এটা প্রমাণ করে যে যারা আত্মহত্যার যারা আত্মহত্যা করতে প্ররোচিত করেছে তারাও অপরাধী।’

মালয়েশিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রী সাঈদ সাদিক আব্দুল রহমান বলেন, ‘এরকম একটি মর্মান্তিক ঘটনা এটাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেশের মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে জাতীয় পর্যায়ের আলোচনা জরুরি হয়ে পড়েছে। এটা একটা জাতীয় ইস্যু। এটাকে গুরত্ব দিয়ে বিবেচনা করতে হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *