ইরাকের বিমানঘাঁটিতে রকেট হামলা, ৪ সেনা আহত


ইরাকের বাগদাদের উত্তরে একটি বিমানঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এতে অন্তত ৪ জন ইরাকি সেনা আহত হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) ইরাকের বালাদ বিমানঘাঁটির ভেতরে মোট ৭টি মর্টার হামলা চালানো হয়। মার্কিন সেনাবাহিনী মর্টারিগুলো ছোঁড়ে বলে ইরাকি সেনাদের অভিযোগ।

ইরাকের সেনাবাহিনী বলছে, বেসের ভেতরে রানওয়ের ওপর ওই মর্টার হামলা চালানো হয়। যদিও এতে বড় কোনো ক্ষতি হয়নি। তবে ৪ জন ইরাকি সেনাসদস্য আহত হয়েছে।

ইরানের জেনারেল সোলেইমানি হত্যার পর মধ্যপ্রাচ্যে চিরবৈরী দুই প্রতিদ্বন্দ্বী ওয়াশিংটন-তেহরানের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা, ইরানের সঙ্গে রাশিয়ার বোঝাপড়া ভালো থাকায় ট্রাম্প নরম অবস্থান নিয়েছেন। কারণ, তা না হলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা থেকেই যায়। আর তা যে সমগ্র বিশ্ববাসীকে বিপদের মধ্যে ঠেলে ফেলে দেবে তা বলাই যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *