আন্তর্জাতিক ডেস্ক :: ফিলিস্তিনে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অন্তত ৯০টি রকেট নিক্ষেপ করেছে গাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হামাস।
ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, শনিবার গাজা উপত্যকা থেকে এই হামলা চালানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত শিশুর নাম সাবা আরার। তার বয়স এক বছর দুইমাস। তার গর্ভবতী মাও মারাত্মক আহত হয়েছেন।
এদিকে ইসরায়েলি সেনামুখপাত্র দাবি করেন, এই বিষয়ে কিছু জানেন না। তারা শুধু সামরিক স্থাপন লক্ষ্য করে হামলা চালিয়েছে।