ইয়াবাসহ গ্রেফতার একই পরিবারের চারজনকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

banglashangbad

রাজধানীর মিরপুরে ছয় হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার একই পরিবারের চার সদস্যকে এক কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

তারা হলেন- মো. শহিদুল ইসলাম (৩৩), মো. নুর নবী (২৮), মো. আব্দুর বারী (৩০) ও পপি আক্তার (২০)।

বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের রূপনগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (৮ সেপ্টেম্বর) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর রূপনগর থানায় মাদকদ্রব্য আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। মামলার সিডি না থাকায় ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর রূপনগর থানাধীন মিরপুর-৬ এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করে র‌্যাব-১ ব্যাটালিয়নের একটি দল। এরপর তাদের বিরুদ্ধে রূপনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।