বেনাপোল-ঢাকায় নতুন দুটি ট্রেন চালুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহম্মদ শাহনেওয়াজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পেলেই আগামী ঈদের আগে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হবে ৩৮তম এই আন্তঃনগর ট্রেনটি। এর জন্য ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
যশোরের বেনাপোল স্থল বন্দর ও ঢাকার মধ্যে আগে কেবল বাসই ছিল ভরসা।
বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, এই ট্রেনটিতে ১২টি বগি থাকবে। তার মধ্যে দুটিতে কেবিন, দুটিতে এসি চেয়ার ও বাকিগুলোয় চেয়ার থাকবে। কেবিনের ভাড়া প্রাথমিকভাবে ১২০০ টাকা, এসি চেয়ারের ভাড়া ১০০০ হাজার টাকা, নন-এসি চেয়ার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে। নতুন এ ট্রেনটি ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে।
২৬ জুন ১৭টি কোচ দিয়ে পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও পর্যন্ত ৮০ কিলোমিটার গতিতে ট্রায়াল সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন একজন প্রকৌশলী।
ব্যবস্থাপক শাহনেওয়াজ বলেন, এই ট্রেনে বায়োটয়লেট ব্যবহার করা হয়েছে। এর আসন অন্যান্য ট্রেনের চেয়ে আরামদায়ক। সপ্তাহে ছয় দিন সকাল ১০টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও বেনাপোল থেকে ছাড়বে ট্রেন দুটি।