ঈদের আগে নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের দাবি


ডেস্ক রিপোর্ট :: ঈদুল ফিতরের আগে নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। জাতীয় সংসদের চলতি অধিবেশনে গণমাধ্যমকর্মী আইন পাস এবং বিভিন্ন গণমাধ্যমে গণহারে সাংবাদিক ছাঁটাই বন্ধের দাবিও জানানো হয়।
মঙ্গলবার বরিশাল সার্কিট হাউজে বিএফইউজে সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়।
এর আগে বিএফইউজে নেতারা বরিশাল সাংবাদিক ইউনিয়নের অফিস উদ্বোধন করেন এবং বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, কার্যনির্বাহী সদস্য শেখ মামুন, খায়রুজ্জামান কামাল, শাহনেওয়াজ দুলাল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুবুল আলম সোহাগ প্রমুখ।
সাংবাদিক নেতারা ঘোষণা দেন ঈদের আগে নবম ওয়েজবোর্ডের গেজেট এবং গণমাধ্যমকর্মী আইন সংসদে পাস না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব আবদুল মজিদ ও মহসীন কাজী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *