এক ওভারে ৬ ছক্কা, ২৫ বলে সেঞ্চুরি


ক্রীড়া ডেস্ক :: ইংল্যান্ডের প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে টি-টেন ম্যাচে মাত্র ২৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন সারে ক্রিকেট ক্লাবের ২০ বছর বয়সী ডানহাতি অলরাউন্ডার উইল জ্যাকস। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে এ ঝড় তোলা ইনিংস খেলার পথে এক ওভারে ৬টি ছক্কাও মেরেছেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে তুমুল জনপ্রিয়তার পর দর্শক মহলে সাড়া ফেলেছে ১০ ওভারের টি-টেন লিগও। তাই নিজেদের প্রাক মৌসুম প্রস্তুতিটা টি-টেন টুর্নামেন্ট দিয়ে সেরে নিচ্ছে ইংলিশ কাউন্টিগুলো। তবে এ ম্যাচগুলো স্বীকৃত নয়।

স্বীকৃত ক্রিকেটে এ সেঞ্চুরিটি করলে ক্রিস গেইলের করা ৩০ বলে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড নিজের করে নিতে পারতেন উইল জ্যাকস। তা না হলেও টি-টেন ক্রিকেটে অ্যালেক্স হেলসের করা এক ইনিংসে ৮৭ রানের রেকর্ড ভেঙে ১০৫ রানের ইনিংস খেলেছেন জ্যাকস।

নিজ দলের ইনিংসের ৬০ বলের মধ্যে ৩০টিই মোকাবেলা করেছেন জ্যাকস। ৮টি চারের সঙ্গে ১১টি ছক্কার মারে খেলেছেন ১০৫ রানের ইনিংস। স্টিফেন পেরির করা ওভারে ছয় ছক্কা হাঁকান তিনি। সারের ইনিংস থামে ৩ উইকেট ১৭৬ রানে।

জবাবে নির্ধারিত ১০ ওভারে মাত্র ৮১ রান তুলতেই ৯ উইকেট হারায় ল্যাঙ্কাশায়ার। ব্যাট হাতে ২০ বছর বয়সী জ্যাকস সেঞ্চুরি করার পর, বল হাতে মাত্র ২১ রানে ৪ উইকেট নেন ৪১ বছর বয়সী গ্যারেথ ব্যারি। ৯৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় তাদের দল।