এডভোকেট গওহর আলী খানের মৃত্যুতে শোক প্রকাশ :


স্টাফ রিপোর্টার :: বৃহত্তর সিলেটের কৃতি সন্তান,বাংলাদেশের গর্ব,বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ
আইনজীবি,বাংলাদেশ জাতীয় বার কাউন্সিলের সাবেক সাধারন সম্পাদক,ঢাকা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি,স্যার সলিমুললাহ এতিম খানার সাবেক চেয়ারম্যান,বাংলাদেশ মুসলিমলীগের সাবেক সভাপতি,বাংলাদেশের সাবেক নৌবাহিনীর প্রধান,সাবেক যোগাযোগ ও কৃষি মন্ত্রী মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের চাচাত ভাই,রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ,যুক্তরাষ্ট্রের প্রতিষ্টাতা ও প্রধান উপদেষ্টা জনাব এডভোকেট গওহর আলী খান (জি,এ খান)গত ০৫/০৫/২০১৯ইং রবিবার রাত ১১ ঘটিকার সময় যুক্তরাষ্ট্রের নিউইয়কে ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন।
জনাব এডভোকেট গওহর আলী মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ,যুক্তরাষ্ট্রের সভপতি,মরহুম জি,এ খানের ছোট পুত্র ইমান খান(ফয়ছল)এবং সাধারন সম্পাদক মরহুম জি,এ খানের ভাগনা আজাদুল ইসলাম(আলমগীর)।জনাব এডভোকেট গওহর আলী খানের মৃত্যুতে উনাদের পরিবারের এবং দেশের যে ক্ষতি হয়েছে তা কখনও পুরন হবার নয়।জনাব ইমান খান (ফয়ছল) ও আজাদুল ইসলাম(আলমগীর) দেশে বিদেশে অবস্থানরত সবার কাছে মরহুম গওহর আলী খানের মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন।মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন…আমীন।