এবার করোনায় ইরানে নারী এমপির মৃত্যু


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে এবার এক নারী এমপির মৃত্যু হয়েছে। দেশটির সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। তবে তার বয়স সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

ফাতিমা রাহবার নামের ওই রাজনীতিবিদ সম্প্রতি ইরানের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার মৃত্যুর মাধ্যমে দেশটিতে এই প্রথম কোনো নারী রাজনীতিবিদের করোনা ভাইরাসে মৃত্যু হলো।

এর আগে করোনাভাইরাসে ইরানের ৬ জন শীর্ষ রাজনীতিক অথবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

ফাতিমা রাহবার সংসদে রাজধানী তেহরানের একজন প্রতিনিধি ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করে সার্বক্ষণিক অক্সিজেন দিয়ে রাখা হয়। গত কয়েকদিন তিনি কোমায় ছিলেন।

শুক্রবার পর্যন্ত ইরানে করোনাভাইরাসে ১২৪ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৭৪৭ জনে পৌঁছেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩৪ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *