এমপ্যাকের মুসলিম কমিউনিটি ইফতার মাহফিল


গত ১৯ শে মে রোজরবিবার “আমেরিকান মুসলিম পলিটিক্যাল একশান কমিটির” উদ্যোগে হ্যামট্যমিক শহরের গেইটেস অব কলম্বাস ব্যানকুয়েট হলে একবিশাল ইফতার মহাফিল এবং নৈশভোজের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এ্যামপাকের চেয়ারম্যান ড: এম. ডি রাব্বী আলম । সভার সনচালনা করেন ড: খাজা শাহাব আহমদ, ড: তাজারিদ আলী এবং মিনহাজ রাসেল চৌধুরী । প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ইউ এস কংগ্রেসের সদ্যসা মিশিগানের ১৪ নং কংগ্রেস ডিস্টকের প্রভাবশালী জানাব কংগ্রেস ওম্যান ব্রেন্ডা লরেন্স এবং মিশিগানের ৯ নং কংগ্রেস ডিস্টকের মাননীয় কংগেরেস-ম্যান জনাব এন্ডি লেভিন। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন মুসলিম কমিউনিটির ইমাম এবং শেখ রামজি মুহম্মদ, হ্যমটরমিক সিটির মেয়র ক্যারেন মাইয়াস্কি এবং ডিট্যয়েট সিটিকাউনস্লম্যান স্কট বেনসন । বিশেষ অতিথি হিসাবে আরও উপস্তিত ছিলেন মিশিগানের সিনেটর এ্যডম হয়েয়ার, স্টেট রিপেরেজেনটেটিভ আইজ্যাক রবিনসন, রিপপেরেজেনটেটিভ লরি ষ্টোন, রিপপেরেজেটেটিভ জো টেইট, মিশিগান ড্যামোক্যাটিক পার্টির ১৪ নং ডিস্টকের চেয়ারম্যান রিক ব্লোকার, সহ সভাপতি ও এক্জিকিউটিভ বোর্ড মেম্বার এবং ডিট্যয়েট সিটি চারটার চেয়ার ক্যারল উইয়েভার । এছাড়া আরও উপস্তিত ছিলেন ৩৬ ডিস্টিক কোর্টের জাজ জাষ্টিস কিরিষ্টিনা রবিনসন এবং জাষ্টিস জাষ্টিন গ্যারেট। আসাল ‘ এর এক্সিকিউটিভ সেকরেটারী এম ডি ফিরোজ, পলিটিক্যাল ডিরেক্টর ইব্রাহিম আল জাহিম, এক্সিকিউটিভ ভাইস চেয়ার আরিফ হুসকিক, ওয়াইপ্যাক সভাপতি শ্যাম আল-আছারি, রেভার্যান্ড ব্যায়ান এলিসন, এবং এ্যাটরনি জেমস অ্যালোন । সভার কার্য্য কর্ম শুরু হয় শেখ ইমাম আবদো আল-জিনদানীর কোরয়ান তেলওয়াতের মধ্য দিয়ে । এমপ্যাক চেয়ারম্যান ড: আলম আমেরিকার পতাকার সম্মাননা হিসাবে পেলেইজ আব লিজেন্স পরিবেশন করেন । মুসলিম কমিউনিটির পক্ষ্যে কমিউনিটির কাজ করবার জন্য নিরবাচিত প্রতিনিধিদের আহবান করেন এমপ্যাক নেত্ববিরিন্দ । চেয়ারম্যান ড: আলম ইউ. এস. প্রেসিডন্ট ডোনাল্ড ট্যাম্প কে এবং ফক্স নিউজকে উদ্দেশ্য করে বলেন “আমরা ট্যারোরিস্ট নই এবং আমরা শান্তিকামী । আমরা সমাজের গর্বিত সদস্য এবং শান্তি রক্ষ্যার জন্য আমরা কাজ করে যাবো । রমজান মাসের গুরুত্ব এবং রোজার তাৎপর্য বর্ননা করে বিশেষ বক্তব্য রাখেন ড: প্রফেসরর রামজি মুহম্মদ । কংগ্রেস ওয়োম্যান ব্যান্ডা লরেন্স মুসলিম কমিউনিটি কে নির্ভয় দিয়ে বলেন আমরা তোমাদের পাশে আছি এবং থাকবো । তিনি রমজানের শুভেচ্ছা জানান এবং বলেন এমপ্যাকের কমিউনিটি রমাদান ডিনারে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেন । কংগ্রেস ওয়োম্যান তার বক্তব্যের শেষে এমপ্যাকের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মিনহাজ রাসেল চৌধুরী, সৈয়দ আলী রেজা চৌধুরী, নাঈম লিয়ন চৌধুরী এবং নুরুল হাসান পারভেজ কে সনদ পএ দান করেন এ জন্যযে, উক্ত ব্যক্তি বর্গ মিশিগান ডেমোক্যারাটিক পার্টির ১৪ নং কংগ্রেস ডিস্টকের ভাইস চেয়ার হিসাবে নিরবাচিত হয়েছিলেন। গত ২রা ফেব্রুয়ারি কোবো হলের এম.ডি.পি কনভেনশনের মাধ্যমে এমপ্যাকের চেয়ারম্যন ড: আলমের নেত্ত্বতে উল্লেখিত চারজন সহ ড: আলম এস্টোচুয়ারী ভাইস চেয়ারম্যান হিসাবে নিরবাচিত হন । কংগ্রেস ওয়োম্যান আরও সনদ পএ প্রদান করেন এমপ্যাকের সাধারন সম্পাদক ড: খাজা শাহাব আহমদ এবং এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মাহামুদুল কায়কোবাদ ও এক্সিকিউটিভ বোর্ড মেম্বার এম ডি শাহাব উদ্দীন কে। কংগ্রেস ম্যান এ্যান্ডি লেভিন তার বক্তব্যে ইরাকের মুসলমানদের রাইটস্ ও দাবী দাওয়ার রক্ষার জন্য কাজ করছেন বলে জানান । কংগ্রেস ম্যান বলেন মুসলমান দের নেত্বতে মিশিগানের অবস্হান ভবিষ্যতের সোপান হিসাবে তিনি দেখতে পাচ্ছেন । কংগ্রেস ম্যান লেভিন বলেন তোমরা কাজ করে যাও, সময় বলে দিবে তোমাদের কে কখন কি করতে হবে। উভয় কংগ্রেসের সদস্যমহদয় এ্যামপ্যাক চেয়ারম্যান ড: আলমের নেত্বতে কে সাগত জানান এবং এমপ্যাকের সকল সদস্যদের কে এক হয়ে কাজ করবার আহ্বান জানান। হ্যামট্রমিক সিটির মেয়র ক্যারেন ম্যায়াষ্কী বলেন মুসলিম দের জন্য তিনি গর্ব বোধ করেন । রমজানের শুভেচ্ছা জানান এবং বলেন মুসলিমদের অধিকার তিনি রক্ষাকরে যাচ্ছেন । আরও বক্তব্য রাখেন এ্যমপ্যাক এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মো: শাহাব উদ্দীন, হ্যারল্ড ডোইজার, মাহবুব রাব্বী খান, মাহমুদুল কায়কোবাদ, আজিজ চৌধুরী, শরীফ উদ্দীন আহমদ, মিনহাজ রাসেল চৌধুরী, নাঈম চৌধুরী, সৈয়দ আলি রেজা প্রমুখ । উপস্তিত অতিথিরদের পেছনে রেখে মাগরিবের নামাজ আদায় করা হয়। পরিশেষে ডিনারের মাধ্যমে এবং সকল কে ধন্যবাদ গ্যাপন করে এবং কংগ্রেস ম্যান ও কংগ্রেস ওয়োম্যান কে “গ্যান্ড কমিউনিটি রিসেপশন এওয়ার্ড” প্রদান করা হয় পরিশেষে সভার পরিসমাপ্তি ঘোষনা করা হয়।