এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদের সংবর্ধনা শুক্রবার


সুনামগঞ্জের কৃতি সন্তান সালেহ আহমদ সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হওয়ায় এক সংবর্ধনা প্রদান করবে সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি।

শুক্রবার বেলা চারটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিকেল ৪টায় এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হবে।

সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে কলেজের সাবেক ছাত্র/ছাত্রী, বর্তমান ছাত্র ও শিক্ষক, বিভিন্ন পেশাজীবিসহ সিলেটস্থ সুনামগঞ্জ বাসীকে যথাসময়ে উপস্থিতি কামনা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।