বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী ড. সৌম্য স্বামীনাথন বলেছেন, করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে টিকা এখনও কার্যকর ভূমিকা পালন করছে।
তিনি আরো বলেছেন, ওমিক্রন ধরণ পৃথিবীব্যাপী যাঁরা টিকা নিয়েছেন বা নেননি উভয়কেই সংক্রামিত করলেও এর তীব্রতা ছড়িয়ে পড়েনি। বরং টিকা নেওয়াদের মধ্যে যারা আক্রান্ত হয়েছে তারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
করোনাভাইরাসের বিরুদ্ধে টিকার কার্যকারিতার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বুধবার (২৯ ডিসেম্বর) ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
উল্লেখ্য, ২৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের এ ধরনটি (যার বৈজ্ঞানিক নাম বি.১.১.৫২৯) অন্যান্য ধরন থেকে বেশি সংক্রমণযোগ্য এবং ইতিমধ্যে এটি পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে।