ওমিক্রনের মধ্য দিয়ে কোভিড-১৯ মহামারি ‘পুরোপুরি শেষ হবে না’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা


বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ড. ব্রুস আইলওয়ার্ড বলেন ওমিক্রনের মধ্য দিয়ে সম্ভবত বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি পুরোপুরি শেষ হবে না।

তিনি আরো বলেন, চলতি সপ্তাহে সারা পৃথিবীতে প্রায় ১৯ মিলিয়ন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। এটি আগের সপ্তাহের থেকে ২০ শতাংশ বেশি। উন্নয়নশীল দেশগুলিতে টিকা দেওয়ার হার কম হওয়ার কারণে কোভিড-১৯ এর  দ্রুত সংক্রামক ওমিক্রন ধরন ছড়িয়ে পড়েছে ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী টিকার সমান বণ্টনের জন্য চাপ দিলেও বাস্তবে এখনো তা সম্ভব হয়নি। বর্তমানে উন্নয়নশীল দেশের ১০ শতাংশের কম মানুষ একটি করে টিকার ডোজ পেয়েছেন। কোভিড-১৯ মহামারী মোকাবেলায় সবার জন্য টিকা নিশ্চিত করা ছাড়া আপাতত কোনো বিকল্প নেই বলে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *