ইউক্রেনীয় আমেরিকান এবং তাদের সমর্থকরা রাশিয়ার সামরিক হামলার শিকার ইউক্রেনের সাথে সংহতি প্রকাশ করতে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন শহরে সমাবেশ করেছে।
‘হেল্প ইউক্রেন’ এবং ‘স্টপ পুতিন’ লেখা প্লাকার্ড নিয়ে শত শত ইউক্রেনীয় আমেরিকান এবং তাদের সমর্থকরা সমাবেশে অংশগ্রহণ করে।
সমাবেশে অংশগ্রহণকারীরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনের অবসানের আহ্বান জানিয়ে স্লোগান দেয়। খবর ডেট্রয়েট ফ্রী প্রেস-এর।
উল্লেখ্য, ২০১৯ সালের আদমশুমারির তথ্য অনুসারে, মিশিগানে ৩৯,০০০ এর বেশি ইউক্রেনীয় বংশোদ্ভূত বসবাস করছে।