শুক্রবার (৬ মে) দুপুরে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন শহরে বেস্ট পানি পুরি ইন টাউন শ্লোগান নিয়ে “দেশি মাসালা” রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মিশিগানে বসবাসরত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কমিউনিটি এক্টিভিস্টরা উপস্থিত ছিলেন।
“দেশি মাসালা” এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী শেখর দেব জয় সবাইকে স্বাগত জানিয়ে রেস্টুরেন্টের খাবার সম্পর্কে সবার কাছে তুলে ধরেন।
বেস্ট পানি পুরির পাশাপাশি এখানে বীফ সমুচা, চিকেন রোল, চিকেন সমুচা, ভেজিটেবল সিঙাড়া, আলুর চপ, চিকেন কারিসহ অন্যান্য সুস্বাদু খাবার পাওয়া যাচ্ছে।