ওয়েইন কাউন্ট্রি কমিশনার প্রার্থী কামরুল হাসানের সমর্থনে মতবিনিময়


ওয়েইন কাউন্ট্রি কমিশনার প্রার্থী কামরুল হাসানের সমর্থনে চিটাগং ইউনিভার্সিটি এ্যালামনাই এসোসিসেশন অব মিশিগান এর মতবিনিময়- হ্যামট্রামেক সিটি’র তিনবারের নির্বাচিত বর্তমান কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান ওয়েইন কাউন্ট্রি ডিস্ট্রিক্ট-৩ থেকে কমিশনার হিসেবে প্রার্থীতা ঘোষনা করেছেন। ২৮ জুন দুপুর ২ ঘটিকার সময় হ্যামট্রামেক সিটি’র কাবাব হাউজে কামরুল হাসানের সমর্থনে চিটাগং ইউনিভার্সিটি এ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগান এর নেতৃবৃন্দ আলোচনা ও মত বিনিময় সভা করেছেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সৈয়দ মঈন উদ্দিন দীপু। শুরুতেই কাউন্ট্রি কমিশনার প্রার্থী কামরুল হাসান নির্বাচন করার ব্যাপারে নিজের অভিমত ব্যক্ত করেন। কেন তিনি নির্বাচনে অংশগ্রহন করছেন সেই বিষয়ে বিস্থারিত তুলে ধরেন।তিনি বলেন ,কেন আমাকে ভোট দিয়ে কাউন্ট্রি কমিশনার নির্বাচিত করবেন?

যদি আপনারা অন্যান্য কাউন্ট্রির দিকে খেয়াল করেন তাহলে দেখবেন ট্যাক্স রিটার্ন পর্যাপ্ত প্রাপ্তিতা, রাস্থা-ঘাট সহ সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো। আমরাও তো এখানে থেকে অনেক ট্যাক্স প্রদান করি। তাহলে কেন আমাদের হ্যামট্রামেক সিটি সহ ওয়েইন কাউন্ট্রির অন্যান্য সিটিতে উন্নতি নাই? আমরা যে সিটিতে বসবাস করি সেখানে বেসির ভাগ বাজেট পুলিশ প্রসাশনের কাজে ব্যয় হয়।

অল্প কিছু বাজেট ব্যয় হয় সিটি’র উন্নয়নে। এই হলো আমাদের অবস্থা।এই সব অনিয়ম সহ অন্যান্য বিষয়ের উন্নতির জন্য আমাদের কমিউনিটির একজন প্রতিনিধি নির্বাচিত করা দরকার।আমি মনে করি আমাদের বাংলাদেশী ভোটাররা যদি ঠিকমত ভোট দেন তাহলে আমাদের বিজয় হবে। পাশাপাশি আরব কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটি থেকেও আমি যথেষ্ট ভোট ও সহযোগীতা পাব।

মতবিনিময় সভায় বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান, মোস্তফা কামাল,সেলিম আহমেদ মোহাম্মদ হক ( আলম),সৈয়দ রেজা,মোশারফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *