ওসমানী মেডিকেল কলেজে পিঠা উৎসব সম্পন্ন


উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পিঠা উৎসব-২০২০ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসে এই পিঠা খাওয়ার মিলনমেলা বসে। কলেজ কর্তৃপক্ষ ও কলেজ শিক্ষক সমিতি এই পিঠা উৎসবের আয়োজন করে।

পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ডা। ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

মঙ্গলবার সকাল থেকেই ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, চটপটি, জিলাপি, নারিকেল পিঠাসহ আরও নানান মুখরোচক পিঠার মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ে পিঠা উৎসবস্থলে। কলেজের বিভিন্ন বিভাগের সাবেক এবং বর্তমান শিক্ষকবৃন্দ, মিড লেভেল চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দসহ সকল চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীসহ প্রায় দুই হাজার মানুষের মিলনমেলায় পরিণত হয় উৎসবস্থল। সবার অংশগ্রহণে পিঠা উৎসব পরিণত হয় আনন্দযজ্ঞে।

উৎসবে হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা। আজিজুর রহমান রোমান বলেন, এই উৎসবের মাধ্যমে সবাই একত্রিত হয়েছেন। সবার মধ্যে বন্ধনটা আরো দৃঢ় হয়েছে। ছাত্র-শিক্ষক আন্তরিকতাও বৃদ্ধি পাবে এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে।

তিনি আয়োজনে সহযোগিতার জন্য তিনি কলেজ অধ্যক্ষ অধ্যাপক  ডা। ময়নুল হকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এছাড়া ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে অনুরোধ করা হয় ভবিষ্যতেও যেনো শীতের এই আয়োজন অব্যাহত থাকে।