ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি হার ভারতের


বিশ্বকাপে দারুণ ফর্মে থাকা ভারত ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম হারের স্বাদ পেল। এজবাস্টনে ৩১ রানের এই হার বিরাট কোহলিদের লজ্জার চূড়ান্ত একটি জায়গায় পৌঁছে দিয়েছে। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ৪১৮টি ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া।

অবশ্য বাজে রেকর্ডটিতে ভারত একা নয়, সঙ্গী হিসেবে পেয়েছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকেও। মজার ব্যাপার এই বিশ্বকাপেই ভারতকে টপকে শীর্ষে উঠেছিল শ্রীলঙ্কা। এখন সিংহাসন ভাগাভাগি করছে।

ভারত এখন পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ ৯৭২টি ওয়ানডে ম্যাচ খেলেছে। যেখানে ৫১৫টি ম্যাচে জয় পেয়েছে। আর ৪১৮টি হারের পাশাপাশি ৪০টি ম্যাচে ফলাফল হয়নি। জয়ের হার ৫৪.৬৬। জয়ের হিসেবে অবশ্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় সেরা দল তারা।

শ্রীলঙ্কা এখন পর্যন্ত খেলেছে ৮৪৩টি ম্যাচ। ৪১৮টি হারের বিপরীতে জিতেছে ৩৮২ ম্যাচ। তাদের জয়ের হার ৪৭.৭৬।

এদিকে ওয়ানডেতে বাংলাদেশ এখন পর্যন্ত ৩৬৮টি ম্যাচ খেলেছে। যেখানে ১২৫ জয়ের বিপরীতে দলটি হেরেছে ২৩৬ ম্যাচে। ৭ ম্যাচে কোনো ফলাফল হয়নি। জয়ের হার ৩৪.৬২।