ওয়ারেনে “বাংলা স্কুল অব মিউজিক” এর যাত্রা শুরু


গত রবিবার (৮ মে) যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের একমাত্র বাংলা সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান “বাংলা স্কুল অব মিউজিক” এর ওয়ারেন শাখার উদ্বোধন হয়েছে।

ওয়ারেন শহরের মেমফিস অ্যাভিনিউয়ের মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টার পরিচালিত প্রতিষ্ঠানটির শাখা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “বাংলা স্কুল অব মিউজিক” এর সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল আনোয়ার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন বিশিষ্ট চিকিৎসক, দার্শনিক ও লেখক ড. দেবাশীষ মৃধা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা রাখেন “বাংলা স্কুল অব মিউজিক” এর উপদেষ্টা বিশিষ্ট সঙ্গীত ও নিত্যশিল্পী চিনু মৃধা।

এছাড়া আরো বক্তৃতা রাখেন বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসের সভাপতি হেলাল উদ্দীন রানা, জিএম হায়দার, আজমল হোসেন, সাইফ সিদ্দিকী, আহমদুল হাসান রুশোসহ প্রমূখ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও “বাংলা স্কুল অব মিউজিক” এর প্রতিষ্ঠাতা আকরাম হোসেন।

এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ঋতুপর্ণা মুখার্জি, সুব্রত মহান্ত সহ স্কুল এবং স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন প্রকৌশলী সাইফ সিদ্দিকী।

উল্লেখ্য, বাংলা গানের প্রসারে ১৯৯৬ সালে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আকরাম হোসেন মাত্র ১৫ জন  শিক্ষার্থী নিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রামিক শহরের একটি রেস্টুরেন্টে “বাংলা স্কুল অব মিউজিক” প্রতিষ্ঠা করেন।

বর্তমানে হ্যামট্রামিক শহরের মোরান ও লাউলী স্ট্রীটে তাদের কর্যালয় রয়েছে।

করোনার প্রভাবে গত দুই বছর কার্যক্রম বন্ধ থাকার পর আবারো প্রতিষ্ঠানটিতে নিয়মিত সঙ্গীত শিক্ষা দেয়া হচ্ছে এবং শিক্ষার্থী বৃদ্ধি পাওয়ায় ওয়ারেন শহরে এই শাখা খোলা হলো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *