বিনোদন ডেস্ক :: আলিয়া ভাটের দিকে অনেকবারই কথার তীর ছুঁড়েছেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। ‘রাজি’খ্যাত অভিনেত্রী আলিয়াকে নির্মাতা করণ জোহরের ‘হাতের পুতুল’ বলে মন্তব্য করেছিলেন তিনি। সম্প্রতি আবারও আলিয়ার সমালোচনা করে তাকে ‘গড়পড়তা অভিনেত্রী‘ বলেছেন কঙ্গনা।
আলিয়া ভাট অভিনীত সর্বশেষ ছবি ‘গাল্লি বয়’ ছবিটি দেখেই এমন মন্তব্য করেছেন তিনি। ছবিটি দেখে নাকি আলিয়ার পারফরম্যান্স গড়পড়তা মনে হয়েছে কঙ্গনার। অথচ ছবিটি ব্লকবাস্টার হয়েছে। অনেকেই কঙ্গনার অভিনয় দক্ষতার সঙ্গে আলিয়ার তুলনা করেছেন। এতেই চটেছেন কঙ্গনা।
কিন্তু আলিয়া ভাট মোটেও রেগে যাননি কঙ্গনার সমালোচনায়। তিনি বলেন, ‘‘আমি কঙ্গনার কাজকে খুব সম্মান করি। তার মতামতে আমার শ্রদ্ধা আছে। আমার মনে আছে, ‘রাজি’ দেখার পর তিনি কী প্রশংসাই না করেছিলেন। এখন আমি কাজের দিকে আরও বেশি মনোযোগ দিতে চাই। যদি কঠোর পরিশ্রম করি, তবে তিনি নিশ্চয়ই ফের আমার প্রশংসা করবেন।’
এর আগে কঙ্গনা অভিযোগ করেন, বলিউডের অনেক তারকা তার বিরুদ্ধে জোট বেঁধে ঐতিহাসিক সিনেমা ‘মনিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’ নিয়ে বিতর্ক তৈরি করেছে। তার পাশে দাঁড়াননি কেউ।’
সম্প্রতি ‘মনিকর্নিকা’য় কঙ্গনার পারফরম্যান্স ও ‘গাল্লি বয়’-এ আলিয়ার পারফরম্যান্সের তুলনা করলে কঙ্গনা সরাসরি জবাব দেন, এতে বিব্রত তিনি। তার সিনেমার সঙ্গে তুলনাই চলে না। বলেন, ওই ছবিতে আলিয়ার পারফরম্যান্স গড়পড়তা। তবে এমন মন্তব্যে একটুও মাথা গরম করেননি আলিয়া।