স্টাফ রিপোর্ট :: মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ লিটন আহমদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৪ মার্চ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মাতার কার্যালয়ে শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিত কুমার দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদ রহমান, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি নাট্যকার খালেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সুপার সমরজিৎ ভট্রাচার্য্য, কনকপুর ইউনিয়নের ইউপি সদস্য রাসেল আহমদ প্রমুখ।
উল্লেখ্য উপজেলার কনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছলিকুর রহমান মৃত্যজনিত কারনে ওই ওয়ার্ডের সদস্যপদ শুন্য হয়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে লিটন আহমদ বিজয়ী হন।