করদাতাদের সনাক্ত করতে ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তির ব্যবহার স্থগিত করবে আইআরএস 


যুক্তরাষ্ট্রের ইন্টার্নাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)-এর করদাতাদের সনাক্ত করতে ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তির ব্যবহার প্রাইভেসি অ্যাডভোকেট এবং আইন প্রণেতাদের দ্বারা সমালোচিত হাওয়ায় এটির ব্যবহার স্থগিত করবে বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি আরো বলেছে যে, তারা আর ‘ফেসিয়াল রিকগনিশন’-এর  জন্য ID.me নামে তৃতীয় পক্ষের সেবা ব্যবহার করবে না।

বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে সফটওয়্যার সমালোচকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ফেসিয়াল রিকগনিশন’-এর ব্যবহারের ফলে ডাটাবেস সাইবার হামলার লক্ষ্য হয়ে উঠতে পারে। তাছাড়া, তারা সরকারী সংস্থার তথ্য সুরক্ষার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

উল্লেখ্য, বর্তমানে আইআরএস করোনা-মহামারী সম্পর্কিত প্রোগ্রাম পরিচালনার পাশাপাশি ট্যাক্স ফাইলিং প্রক্রিয়াকরণে কর্মীর ঘাটতি নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *