করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ 


করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন এই ধরনটি সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়।

করোনাভাইরাসের এ ধরনটির বৈজ্ঞানিক নাম বি.১.১.৫২৯ এবং  শুক্রবার (২৬ নভেম্বর) এর নাম ‘ওমিক্রন’ দেওয়া হয়েছে ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনাভাইরাসের ‘ওমিক্রন’ ধরনটি অন্যান্য ধরনথেকে বেশি সংক্রমণযোগ্য। এ ধরনটি বারবার জিনগত রূপ বদল করতে পারে এবং আগেও করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের আবার এ ভাইরাসে (‘ওমিক্রন’) আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে ‘ওমিক্রন’ এর বিস্তার মোকাবেলায় দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ স্থগিত করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *