করোনাভাইরাস ছড়ানোর দায়ে ভিয়েতনামে যুবকের ৫ বছরের কারাদণ্ড


প্রাণঘাতী করোনাভাইরাস অন্যদের মধ্যে ছড়ানোর দায়ে ভিয়েতনামে ২৮ বছর বয়সী এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কা মাউ-এর জনতার আদালতে একদিনের বিচার শেষে লে ভান ত্রি’কে এ সাজা দেওয়া হয়।

‘ভান ত্রি হো চি মিন সিটি থেকে কা মাউ-এ এসে ভাঙেন ২১ দিনের কোয়ারেন্টিনের বিধিনিষেধ। ত্রি ৮ জনকে সংক্রমিত করেন, যাদের একজন একমাস চিকিৎসা নেওয়ার পরও ভাইরাসের কারণে মারা যান,” বলেছে ভিএনএ।

তাৎক্ষণিকভাবে এ প্রসঙ্গে কা মাউ-এর আদালতের মন্তব্য পাওয়া যায় নি।

ভিয়েতনামে এ পর্যন্ত যে ৫ লাখ ৩৬ হাজারের বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে তার বড় অংশই পাওয়া গেছে গত কয়েক মাসে। ভাইরাস এখন পর্যন্ত দেশটির ১৩ হাজার ৩৮৫ জনের প্রাণও কেড়ে নিয়েছে।

ত্রি’কে যে যে অভিযোগে সাজা দেওয়া হয়েছে, একই অভিযোগে ভিয়েতনামে আরও দুইজনকে যথাক্রমে দেড় ও দুই বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *