করোনা: কী আছে সিলেটের ১৯৯ জনের ভাগ্যে!


বিপদ থেকে ‘মুক্ত’ হয়েছেন ১১৮ জন। কিন্তু এখনও ‘বিপদমুক্ত’ হওয়ার অপেক্ষায় আরো ১৯৯ জন। তাদের ভাগ্যে কী আছে, তা জানা যাবে আজ-কালের মধ্যেই। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, গত সোমবার থেকে সিলেটে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়। এমএজি ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় তলায় স্থাপন করা ল্যাবে প্রথম দিন ৯৪ জনের আর দ্বিতীয় দিন ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু তাদের কারো শরীরেই করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েনি।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তবে ওই ১১৮ জন করোনামুক্ত হলেও ওসমানীর ল্যাবে আরো ১৯৯টি নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, প্রথম তিন দিনে সিলেট বিভাগের চারটি জেলা থেকে ৩১৭টি নমুনা এসে জমা হয় ওসমানীর ল্যাবে। এর মধ্যে ১১৮টি নমুনা পরীক্ষা শেষ। বাকি ১৯৯টি নমুনা কাল বৃহস্পতিবার এবং আজ শুক্রবার পরীক্ষা করার কথা।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, ১৯৯টি নমুনা পরীক্ষা শেষে জানা যাবে, তারা করোনায় আক্রান্ত কিনা।

জানা গেছে, কাল বৃহস্পতিবার বেশ কিছু নমুনা পরীক্ষার কাজ সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। এগুলোর ফলাফল জানা যাবে আজ শুক্রবার।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *