করোনা চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে ফেমোটিডিন


কভিড-১৯ করোনাভাইরাস মোকাবেলায় এখনো কোনো টিকা আবিষ্কৃত হয়নি। চিকিৎসকরা করোনা রোগীদের ওপর নানা ধরনের ওষুধ প্রয়োগ করে তার কার্যকারিতা যাছাই করে যাচ্ছেন। তবে চূড়ান্ত সফলতা পাওয়া যায়নি। এবার করোনা রোগীদের ওপর ফেমোটিডিন নামের একটি ওষুধ প্রয়োগ করা হচ্ছে। এ বিষয়ে সায়েন্স সাময়িকীতেও লেখা প্রকাশিত হয়েছে।

করোনা চিকিৎসায় এ ওষুধে সাড়া পাওয়ার সম্ভাবনা আছে বলে খবর বেরিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। গত মঙ্গলবার নিই ইয়র্কের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা নর্থওয়েল হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ডাউলিং বলেছেন, যেসব বিজ্ঞানী এ ওষুধটির ট্রায়াল নিয়ে কাজ করছেন তাদের এর কার্যকারিতার বিষয়ে যৌক্তিক আত্মবিশ্বাস আছে। তবে এটি কাজ করছে কী করছে না তা নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। পরবর্তী দুই সপ্তাহ বা এমন সময়ের মধ্যে আমরা সম্ভাব্য ফলাফল পাব। তখন এ নিয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে, করোনা চিকিৎসায় ফেমোটিডিন ট্রায়ালের খবর প্রকাশিত হওয়ার সাথে সাথে এ ওষুধ মজুত শুরু করেছেন অনেকে। তাই কোথাও কোথাও এটি পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *