করোনা নিয়ে উদ্বিগ্ন কূটনীতিকরা, আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী


আজ সোমবার সন্ধ্যায় করোনাভাইরাস মোকাবেলায় সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে অবহিত করতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাদের ব্রিফিং করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বে, বিশেষ করে ইউরোপে করোনাভাইরাস ভয়ংকর রূপ নিলেও বাংলাদেশ শুরু থেকেই এ বিষয়ে সতর্ক ও কঠোর প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে। গত সপ্তাহে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানা গেছে। এখন পর্যন্ত আট জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিন জন এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ড. মোমেন বলেন, বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তাদের সহায়তার জন্য কূটনীতিকদের কাছে সহযোগিতা চান। একই সঙ্গে করোনা প্রতিরোধে ঢাকার কূটনীতিকদেরও সহযোগিতা চান মোমেন।

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন রোহিঙ্গা ক্যাম্পে করোনা প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চান। এ সময় তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পেও এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রিফিংকালে ড. মোমেন করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে ইউরোপের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধের সিদ্ধান্তও জানান।

ব্রিফিংয়ে ঢাকার নিযুক্ত যুক্তরাজ্য, কানাডা, ভারত, চীন, রাশিয়া, মালয়েশিয়া, নেপাল, ব্রাজিল, জাতিসংঘের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিসহ বিভিন্ন মিশনের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে মুজিববর্ষ উপলক্ষে কেক কাটা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *