করোনা সংক্রমণ বাড়ছে মিশিগানে, পিছাতে পারে বিভিন্ন সেক্টর খোলার পরিকল্পনা


ছবি: ডাব্লিউ.এল.ইউ.সি

মিশিগানে গত ২৪
ঘন্টায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে যা একদিনে গত ৩১ মের পর সর্বোচ্চ। মিশিগান রাজ্যের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ সুত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় মিশিগানে ৩২৩ জন আক্রান্ত হয়েছেন এবং সংক্রমণে মারা গেছেন ৪ জন। এখন গড়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ২২৩ জন যা গত সপ্তাহে গড় আক্রান্তের সংখ্যা ছিল ১৪৫ জন।

মিশিগানে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দিন দিন কমে আসায় মানুষের মনে একটা স্বস্তি এসেছিল কিন্তু হঠাৎ করে তা বৃদ্ধি পাওয়ায় জনমনে শংকা দেখা দিয়েছে। মিশিগানের গভর্ণর গ্রিচেন হুইটমার একটি টেলিভিষন চ্যানেলের সাথে আলাপকালে বলেন, করোনাভাইরাস সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ায় তিনি উদ্বিগ্ন। তিনি বলেন, আসছে ৪ জুলাই স্বাধীনতা দিবসের পর অর্থনীতির আরো কয়েকটি সেক্টর খোলার যে পরিকল্পনা ছিল তা এখন নির্ভর করবে করোনাভাইরাস সংক্রমণের ডাটার উপর। গভর্ণর আরো বলেন, রাজ্যে কৃষি ক্ষেত্রেও সুবিধার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

তিনি এপিডেমিওলজিষ্টদের সাথে কথা বলে জেনেছেন, যত বেশী লোকজন এদিক ওদিক ঘুরে বেড়ায় ততই সংক্রমণ বাড়ার সম্ভাবনা থাকে। একটি ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত আমাদেরে মাস্ক পরা, হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।পূর্ব ল্যান্সিং এ বারে গিয়ে কমপক্ষে ১৮ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। মিশিগানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৮৬৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৯৫৩ জন।

এদিকে ইউ এস আপীল কোর্ট ২৪ জুন রাতে জরুরি অবস্থাসহ মিশিগানের জিমগুলি বন্ধ রাখার এক আদেশ দেন। নিম্ন আদালতের এক আদেশে মিশিগানের জিমগুলো পুনরায় খো্লার নির্ধারিত হওয়ার আগে মিশিগানের ইনডোর জিমগুলো বন্ধ রাখার জন্য ২৪ জুন রাতে তিন বিচারকের ৬ষ্ট সার্কিট ইউ এস কোর্ট আপীল প্যানেল হস্তক্ষেপ করেছে। গভর্ণর গ্রিচেন হুইটমারের প্রশাসনের সাথে একমত হয়ে প্যানেল একটি জরুরি স্থগিতাদেশ জারি করলেন।

এখানে উল্লেখ্য মিশিগানের এক ফেডারেল জাজ গত ১৯ জুন এক রায়ে বলেছেন যে, আগামী ২৫ জুন মিশিগানের ইনডোর জিমগুলি খুলতে পারে। এদিকে মিশিগানের গভর্ণর গ্রিচেন হুইটমারের এক নির্বাহী আদেশে মিশিগানের ইনডোর জিমগুলো বন্ধ রয়েছে করোনাভাইরাস মহামারীর কারণে।

রাজ্যের কালামাজুর ফেডারেল জাজ পল মেলোনি কয়েকজন বাদীর করা মামলায় যারা গভর্ণরের জরুরি আদেশের বিরুদ্ধে আপত্তি জানিয়ে ও জিমগুলো খুলে  দেয়ার দাবী জানিয়েছিলেন তাদের মামলার রায়ে এ আদেশ দেন।।

গভর্ণর হুইটমারের একজন মুখপাত্র টিফনি ব্রাউন গত ১৯ জুন বলেছেন,গভর্ণর শ্রদ্ধার সাথে বলেছেন যে তিনি এ সিদ্ধান্তের সাথে একমত নন এবং  ইউ, এস ডিষ্ট্রিক্ট জাজ পল মেলোনির জারি করা প্রাথমিক আদেশের বিরুদ্ধে আপীল আবেদন করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *