কল্যাণ পার্টির কাউন্সিল ৬ এপ্রিল


ডেস্ক রিপোর্ট::  ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চতুর্থ কাউন্সিল আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। দলটির দফতর সম্পাদক আল আমিন ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল দশটায় কল্যাণ পার্টির চেয়ারম্যান কার্যালয়ে পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে ওয়ার্কিং কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের গতিশীলতা বাড়াতে এবং নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে আগামী ৬ এপ্রিল পার্টির ত্রি-বার্ষিক ৪র্থ কাউন্সিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

৬ এপ্রিল পার্টির কাউন্সিলরদের গোপন অধিবেশনে আগামী ৩ বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। এরপর উন্মুক্ত অধিবেশনে ব্ক্তৃতা শেষে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান, সাহিদুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, যুগ্ম-মহাসচিব নূরুল কবির ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রাশেদ ফেরদৌস সোহেল, দফতর সম্পাদক, আল আমিন ভূঁইয়া রিপন, ঢাকা মহানগর সভাপতি আলী হোসেন ফরায়েজী, মহিলা সম্পাদক শাহানা সুলতানা শিলা প্রমুখ।