লাইফ স্টাইল ডেস্ক :: বাজারে উঠতে শুরু করেছে কাঁচা আম। আর কাঁচা আমের সুস্বাদু ভর্তার কথা শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। খুব সহজেই তৈরি করা যায় কাঁচা আমের ভর্তা। জেনে নিন রেসিপি-
উপকরণ:
কাঁচা আম কুচি ২ কাপ
সরিষাবাটা ২ টেবিল-চামচ
২টা কাঁচা মরিচ
লবণ স্বাদমতো
চিনি স্বাদমতো
লেবুপাতার কুচি ২-৩টি।
প্রণালি:
সব উপকরণ আমের সঙ্গে মেখে নিন। ভাতের সঙ্গে তো চলবেই, খালি মুখেও খেতেও পারবেন।