কানেকটিকাট মসজিদ আগুন এখন অগ্নিসংযোগ হিসাবে তদন্ত হচ্ছেঃ ফায়ার চিফ


নিউ হ্যাভেনে কানেকটিকাট মসজিদে  রোববার ১২ মে  ঘটে যাওয়া আগুনের ঘটনা অগ্নিসংযোগ হিসাবে তদন্ত করা হচ্ছে। নিউ হ্যাভেন ফায়ার চিফ জন অ্যালস্টন জানায়, তদন্তকারীরা ডায়ানেট মসজিদে ইচ্ছাকৃতভাবে আগুন  লাগানোর প্রমাণ খুঁজে পেয়েছে এবং তারা রাষ্ট্রীয় ও ফেডারেল কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও ফায়ার কর্মকর্তারা তদন্তে ব্যাঘাত ঘটতে পারে বলে তথ্য প্রমাণ সংবাদমাধ্যমের কাছে আপাতত প্রকাশ করছেন না।

“এই ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি,” নিউ হেনেন অন্তর্বর্তী পুলিশ প্রধান ওটনিয়েল রেইস গণমাধ্যমকে বলেন। “আমরা বৃহত্তর সম্প্রদায় এবং বৃহত্তর ধর্মীয় সম্প্রদায়ের কোন অন্তর্নিহিত সমস্যা নেই তা নিশ্চিত করার জন্য আমাদের ফেডারেল এবং রাষ্ট্র অংশীদারদের সাথে কাজ করছি।”

অগ্নিকাণ্ড ঘটার সময় ভেতরে একজন ছিলেন যিনি পরে অনাহত অবস্থায় পালিয়ে যান। অ্যালস্টন বলেন।

ধর্মীয় হস্তশিল্প উদ্ধারের জন্য মসজিদে ফায়ার সার্ভিসের লোকেরা কাজ করছেন। তবে আগুন লাগার পরে বিল্ডিংটি  এখন ব্যবহারের অযোগ্য।

মসজিদ সভাপতি হায়দার এলেভলি বলেন, এলাকায় অবস্থিত গির্জা মসজিদের বিকল্প হিসেবে মুসলমানদের সেবার দেওয়ার জন্য একটি জায়গা করে দিয়েছে।